Facebook Google Plus Twiter YouTube
   
সংঘাত এড়াতে মুক্তি পিছোল রোবট ২.০'র
By Our Spl Correspondent, 23/04/2017, Mumbai

 ত্রিমুখী লড়াইয়ের আশঙ্কায় শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত ছবি ‘রোবট ২.০’ মুক্তি পিছল। ঠিক হয়েছে এবার ছবি মুক্তি পাবে ২০১৮র  জানুয়ারি মাসে। ছবিটির প্রযোজক লাইকা প্রোডাকশন-এর সিইও রাজু মহালিঙ্গম টুইট করে খবরটি জানান।

অজয় দেবগনের ‘গোলমাল এগেইন।  আমির খানের ‘সিক্রেট সুপারস্টার। এই ত্রিমুখী লড়াইয়ের ধারপাশ দিয়েও যেতে চাননা পরিচালক । তিনি জানান, ‘আমাদের সবচেয়ে অ্যাম্বিশাস প্রোজেক্ট রোবট ২.০। তাই সংঘাত এড়াতে পরিচালক শঙ্করের রোবট ২.০-এ মুক্তি ৩ মাস পিছিয়ে দেওয়া হল।

 আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ এবং অজয় দেবগনের ‘গোলমাল এগেইন’ চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাচ্ছে। ফলে ছবির দেশীয় ব্যবসা অনেকাংশে ধাক্কা খেতে পারে। তাই ৩ মাস পিছিয়ে দেওয়া হল মুক্তি। ছবির শ্যুটিং পুরোপুরিই শেষ হয়ে গিয়েছে। পোস্ট প্রোডাকশন-এ সামান্য কিছু কাজ বাকি রয়েছে। তাও খুব বেশি কিছু নয়। তবে মনে করা হচ্ছে, শুধুমাত্র অন্যান্য সিনেমার সঙ্গে লড়াই নয়, এর পেছনে অন্য একটি কারণও রয়েছে।

প্রতি বছর অক্টোবর মাসে ফিরতি মনসুনে চেন্নাই-সহ তামিলনাড়ু এবং সমগ্র দক্ষিণ ভারত জুড়ে ব্যাপক বৃষ্টি হয়। অন্তত গত ৩-৪ বছর ধরে একই চিত্র দেখা যাচ্ছে। তাই একাধারে দুর্যোগ এড়ানো এবং ২৫ জানুয়ারি ২০১৮-তে কোনও বড় ছবি মুক্তি পাচ্ছে না। উত্তর ভারতে অক্ষয় কুমারের স্টার পাওয়ার এবং দক্ষিণ ভারতে রজনীকান্তের ক্যারিশ্মা একযোগে বক্স অফিসে দুরন্ত ফল করবে এই আশায় রয়েছেন সকলে। সে সময়টাকে কাজে লাগাতে চাইছেন সকলে।
 

 
Accessibility | Copyright | Disclaimer | Hyperlinking | Privacy | Terms and Conditions | Feedback | E-paper | Citizen Service
 
© aajkeronlinekagaj, Agartala 799 001, Tripura, INDIA.