|
|
|
|
|
সিপাহীজলা জেলা প্রশাসনের পর্যালোচনা বৈঠক, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা
|
By Our Correspondent, 14/11/2019, Bishalgarh
|
সরকারি উন্নয়ন মূলক কর্মসূচিগুলি দ্রুত বাস্তবয়নের লক্ষে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সিপাহীজলা জেলা প্রশাসনের পর্যালেচনা বৈঠক। জেলা শাসকের মিলনায়তনে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা ছয় ঘন্টার বৈঠকে পৌরোহিত্য করেন পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক। এছাড়া বৈঠকে ছিলেন বিধায়ক সুভাষ দাস। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। জেলা শাসক চন্দ্র কুমার জমাতিয়া। অতিরিক্ত জেলা শাসক উদয়ন সিনহা। সাতটি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যা, বি এ সি চেয়ারম্যা, পুর পরিষদের এবং নগর পঞ্চায়েতেের চেয়ারপার্স, সকল দপ্তরের আধিকারিকরা।
সাংসদ প্রতিমা ভৌমিক সব গুলি দপ্তরের কাজের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন।প্রজেক্টারের মাধ্যমে সরকারি প্রকল্প গুলি বিষদে তুলে ধরা হয়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনমুখী উন্নয়ন মূলক প্রকল্প গুলো দ্রুত জনতার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সাংসদ প্রতিমা ভৌমিক। সিপাহীজলা মূলত কৃষি নির্ভর জেলা। কৃষি, মাছ চাষ, এবং বাগিচা চাষে সরকারি সহযোগিতায় কৃষকদের রোজগার বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিতে পরামর্শ দেন সাংসদ। পানীয় জল সব পরিবারে পৌছে দিতে হবে।উন্মুক্ত সৌচ মুক্ত জেলা গড়তে হবে। সেচ ব্যবস্থার উন্নয়নে দপ্তরের আধিকারিকদের দ্রুত পদক্ষেপ গ্রহন। যোগাযোগ ব্যাবস্থা। স্বাস্থ্য, শিক্ষা সহ সব গুলি দপ্তরকে সরকারের ভাবনা বাস্তবায়নে দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। নির্ধারিত সময়ে গুনগত মান বজায় রেখে নির্মন কাজ শেষ করতে হবে৷
বেকার যুবকদের স্বাবলম্বী করতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে প্রশিক্ষণ। প্রান্তিক চাষীদের পশু পালনে উৎসাহ এবং সহযোগিতা পৌঁছে দিতে হবে। রাজ্য সরকার চাইছে দুর্নীতি মুক্ত প্রশাসন। সেদিকে খেয়াল রাখতে আধিকারিক এবং জনপ্রতিনিধিদের পরামর্শ দেন সাংসদ প্রতিমা ভৌমিক। সরকার, প্রশাসন এবং আমজনতার সমন্বয়েে উন্নত ত্রিিপুরা গড়ার কাজ করতে হবে। জনগনের মতামতকে প্রাধান্য দিয়ে জনগনের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকারি অফিসে করমসংস্কৃতি নিয়ে যাতে প্রশ্ন না উঠে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
|
|
|
|
|