|
|
|
|
|
খেলো ইন্ডিয়া প্রকল্প : ত্রিপুরার জন্য অনুমোদিত ৫ কোটি
|
Burue Report, 25/11/2019, New Delhi
|
খেলো ইন্ডিয়া প্রকল্পটি বর্তমান আকারে ২০১৭ সালের অক্টোবরে শুরু হয়েছিল ১৭৫৬ কোটি টাকা মোট বাজেট বরাদ্দের মাধ্যমে। এই প্রকল্পের আওতায়, রাজ্য অনুসারে বাজেট বরাদ্দ দেওয়া হয় না এবং তাদের বাস্তবতার ভিত্তিতে প্রকল্পগুলি অনুমোদিত হয়।
খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীন অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরার জন্যও তহবিলের বিবরণ দেওয়া হয়। যার জন্য অনুমোদিত অর্থের পরিমাণ ৫ কোটি টাকা তার মধ্যে ২.৫ কোটি টাকা তহবিল মুক্তি দেওয়া হয়।
আজ রাজ্যসভায় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু (যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী, আই / সি) একটি লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন।
|
|
|
|
|