Facebook Google Plus Twiter YouTube
   
রেকর্ড উচ্চতায় পৌঁছে ইতিহাস গড়ল সেনসেক্স, সূচক ছাড়িয়ে গেল ৩২,০০০
Burue Report, 13/07/2017, Mumbai

বৃহস্পতিবার শেয়ার বেজার খুলতেই রেকর্ড উচ্চতা ছুঁল সেনসেক্স। এক ধাক্কায় ২০৪ পয়েন্ট বেড়ে ৩২,০০৯ পৌঁছয় সূচক। পাশাপাশি নিফটিও ৬০ পয়েন্ট বেড়ে পৌঁছয় ৯,৮৭৬ পয়েন্টে।  বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ও নিফটি বাড়ল .৫০%।

এই প্রথম সেনসেক্সের সূচক ছাড়িয়ে গেল ৩২,০০০। এদিন সকাল ৯.৩০টা নাগাদ ২০৮.৪৯ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক হয় ৩২,০১৩.৮৯। নিফটির সূচকও ৫৯.৯৫ পয়েন্ট বেড়ে হয় ৯৮৭৬.০৫।

সকালের শেয়ারবাজারে সবচেয়ে বেশি লাভের মুখ দেখে ITC, ICICI ব্যাঙ্ক ও NTPC। তবে লোকসানের মুখে পড়তে হয় ইনফ্রাটেল, ইন্ডিয়ান অয়েল ও ইন্দাসইন্দ ব্যাঙ্ককে।

গত কয়েক মাস ধরে একের পর রেকর্ড ভেঙেই চলেছে সেনসেক্স। এ দিন সকালে বাজারে ব্যাঙ্ক (০.৬৫%), অটো (০.০৮%), তথ্য ও প্রযুক্তি ((০.১৬%), ক্যাপিটাল গুডসের (১.০০%) মতো শেয়ারে গতি দেখা যায়। দাম পড়ে অপরিশোধিত তেল এবং গ্যাসের (-০.৫৫%) শেয়ারের। ডলার পিছু টাকার দামও সামান্য পড়েছে।

বুধবার খুচরো বাজারের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে নীচে নামে। জুন মাসে সূচক দাঁড়ায় ১.৫৪%। এর ফলে আগামী মাসে ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাতে পারে বলে মনে করছে শিল্পমহল। এই রিপোর্টই এক ধাক্কায় শেয়ার বাজারকে উর্ধ্বমুখী করে তোলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ডাও জোনস (০.৫০%), ন্যাসড্যাক (১.০৮%), হ্যাং স্যাং (১.১৩%), নিকি (০.০১%)-র মতো এশীয় ও মার্কিন শেয়ার বাজারও ছিল উপরের দিকে।

 
Accessibility | Copyright | Disclaimer | Hyperlinking | Privacy | Terms and Conditions | Feedback | E-paper | Citizen Service
 
© aajkeronlinekagaj, Agartala 799 001, Tripura, INDIA.