Facebook Google Plus Twiter YouTube
   
আগামী ২১ জুলাই অবশেষে মুক্তি পেতে চলেছে সেই বহুল বিতর্কিত ছবি ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা
Burue Report, 11/08/2017, Mumbai

গত বছরের অক্টোবরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় সম্ভব হয়ে উঠেনি। বলা যায় বিস্তর নাকানিচোবানির পর আগামী ২১ জুলাই মুক্তি পাচ্ছে সেই ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা ’৷

 ইতিমধ্যেই আক্ষরিক অর্থে সারা পৃথিবী ঘুরেছে ছবিটি৷ এস্তোনিয়া থেকে লাইসেস্টার , স্পেন থেকে চায়না , সুইত্জারল্যান্ড থেকে জার্মানি৷ হয় নানা জায়গায় প্রিমিয়ার করেছে নয়তো পুরস্কৃত হয়েছে৷ অবশেষে নিজের দেশে মুক্তি পাচ্ছে দেখে কেমন লাগছে ?

উত্তরে অহনা বলেন , ‘অত্যন্ত উত্তেজিত লাগছে৷ একটা ব্যাপার স্পষ্ট-এত সেন্সর বিতর্ক, সারা পৃথিবী ঘোরার পর দেখা যাচ্ছে যে , ছবিটা মহিলারা আপন করে নিয়েছেন৷ এটাকেই আমি ‘ইন্টারেস্টিং সিনেমা ’ বলি৷ যাদের জন্য আসলে ছবিটা বানানো দর্শকের কাছে সমাদর পাচ্ছে ,’ বলছেন অহনা৷

 ভোপালের এক ছোটখাটো বিউটিশিয়ানের চরিত্রে অহনা৷ যে নিজের পেশা নিয়ে ক্লান্ত৷ কিন্ত্ত নিজের যৌনতা নিয়ে যার খুব একটা ঢাকঢাক গুড়গুড় নেই৷ কেমন ছিল তার জন্য তৈরি হওয়ার প্রসেস ? ‘খুব লম্বা একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়েছে৷ মেয়েটি চাপা আগুনের গোলার মতো , নিজেকে নিজের মতো করে এক্সপ্রেস করতে ভয় পায় না৷ এর জন্য ওয়ার্কশপ করেছি , ভোপালের একটি বিশেষ জায়গার সংলাপ আয়ত্তে আনতে হয়েছে ,’ বলছেন অহনা৷

কে সেই অহনা ?

‘লিপস্টিক আন্ডার মাই বুরখা ’র ট্রেলার যাঁরা দেখেছেন তাঁদের চোখে কঙ্কণা সেন শর্মা , রত্না পাঠক শাহ , প্লাবিতা বরঠাকুরদের পাশাপাশি আরেকটি মেয়ের ছকভাঙা অভিনয়ও নিশ্চয় চোখে পড়েছে৷ আসলে ট্রেলারে সব থেকে বোল্ড তিনি৷ এই বোল্ড ললনার নাম অহনা কুমরা৷ এমনিতে অহনা বিনোদনে আনকোরা নন৷ বিশেষ করে টেলিভিশনে তিনি যথেষ্ট পরিচিত৷

যুদ্ধ’ নামে একটি ২০ ভাগের টেলিভিশন সিরিজের অংশীদার ছিলেন অহনা , যে সিরিজ পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ৷ সেখানে অহনার সঙ্গে তাঁর কো -স্টার ছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন৷ তাঁর মেয়ের ভূমিকায় ছিলেন অহনা৷ তারপর ‘এজেন্ট রাঘব-ক্রাইম ব্রাঞ্চ ’ নামে একটি দ্বিসান্তাহিক ক্রাইম থ্রিলার শো -তেও ছিলেন তিনি৷

 
Accessibility | Copyright | Disclaimer | Hyperlinking | Privacy | Terms and Conditions | Feedback | E-paper | Citizen Service
 
© aajkeronlinekagaj, Agartala 799 001, Tripura, INDIA.