Facebook Google Plus Twiter YouTube
   
" উৎসব‌ের আবহ‌ে সেজ‌ে উঠছ‌ে পূণ্যভূম‌ি বড়লুতমা "
মন‌োজ ক‌ে সিংহ , 30/10/2017, কমলপুর‌

মহারাসলীলা । সুদুর  মন‌িপুর  থ‌েকে  কমলপুর‌ের  বড়লুতমার  পূণ্যভূম‌ি । এক ব‌েদনাব‌িদুর  দীর্ঘ ইত‌িহাস ।  অতীত এবং ঐত‌িহ্য‌ে চেতনার  ক্ষুরধার  শান । স্বকীয়তায় ভরপুর কৃষ্ট‌িকে জিইয়‌ে রাখার অদম্য প্রয়াস  মহারস উৎসব । একট‌ি ক্ষুদ্র  নৃ তাত্ব‌িক জনগ‌োষ্ঠী ।ধর্মপ্রবণ এবং স্বাভিমান । ব‌িষ্ণুপ্র‌িয়া মন‌িপুরী । শ‌েকড়‌ের টান‌েই প্রত‌িবছর‌ের ন্যায় এবারও  উদযাপ‌িত হত‌ে যাচ্ছ‌ে রাজ্য‌ের ঐত‌িহ্য বাহী  ব‌িষ্ণুপ্র‌িয়া মন‌িপুরীদ‌ের  মহারাস উৎসব ও ম‌েলা । ১লা  নভ‌েম্বর থ‌েকে ৪ঠা নভ‌েম্বের  চারদ‌িন ব্যাপী ।

  উৎসব‌ের  ম‌েজাজ‌ে সেজ‌ে উঠছ‌ে গোটা  ধলাই অববাহ‌িকা ।

এবার বড়লুতমার  মাট‌িতে ১২১ তম মহারাসলীলা । সাজ‌ো সাজ‌ো রব , প্রস্তুত‌ি তুঙ্গ‌ে । শুরুর আদ‌িলগ্ন  থ‌েকে  আজক‌ের  মহারাস উৎসব  যথ‌েষ্ট  সাবালক । জাত‌ি ধর্ম  সম্প্রদায়‌ের গন্ড‌ি ছাড়‌িয়ে মহারাসলীলা এখন  সার্বজনীন । উৎসব‌ের  পাশাপাশ‌ি মেলার পর‌িসর ক্রমবর্ধমান ।   শতাব্দী প্রাচীন এই রাসম‌েলার সার্বজনীন আব‌েদন এই উৎসবক‌ে রাজ্য‌ের ঐত‌িহ্যবাহী বৃহৎ পর‌িসর‌ে পর‌িচিত‌ি দিয়‌েছে ।  চারদ‌িন ব্যাপ‌ি উৎসব‌ের  শ‌েষদ‌িন  মূ

ল রাস । দ‌িনের ব‌েলাত‌ে রাখাল বালকদ‌ের  দ্বারা  রাখাল নৃত্য  এবং  রাতে গোপ‌িনীদ‌ের দ্বারা  মহারাস লীল‌া অনুষ্ঠ‌িত হয় । চারদ‌িন ব্যাপী মহাসমার‌োহে  বহ‌ির্রাজ্য‌ের  শ‌িল্পীদ‌ের ন‌িয়ে চল‌ে সাংস্কৃত‌িক  অনুষ্ঠান । ইত‌িমধ্য‌েই প্রস‌েনজ‌িৎ

স‌িনহাক‌ে সম্পাদক  কর‌ে গঠ‌িত  হয়‌েছে  প্রস্তুত‌ি কম‌িটি । ধলাই জ‌েলা প্রশাসন‌ের  সার্ব‌িক  সহয‌োগীতায় প্রস্তুত‌ির চরম লগ্ন‌ে সর্বত্রই উৎসব‌ের আম‌েজ গ‌োটা ধলাই জুড়‌ে ।

 

 
Accessibility | Copyright | Disclaimer | Hyperlinking | Privacy | Terms and Conditions | Feedback | E-paper | Citizen Service
 
© aajkeronlinekagaj, Agartala 799 001, Tripura, INDIA.