|
|
|
|
|
রাজ্যে আরও ছয়টি নতুন সাধারণ ডিগ্রি কলেজ
|
By Our Correspondent, 07/08/2018, Agartala
|
|
রাজ্যে আরও ছয়টি নতুন ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মহকুমাভিত্তিক ডিগ্রি কলেজ স্থাপনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, জিরানিয়া, খয়েরপুর, পানিসাগর, জম্পুইজলা, আমবাসা-সহ রাজ্যের বেশ কয়েকটি মহকুমায় নতুন ডিগ্রি কলেজ হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে জায়গা খুঁজেও বের করা হয়েছে।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যে প্রায় ছয়টি জায়গায় সাধারণ ডিগ্রি কলেজ গড়ে তোলা হবে। বর্তমানে রাজ্যে ২২টি ডিগ্রি কলেজ আছে।
বর্তমান সরকারের বিশ্লেষণ অনুযায়ী দীর্ঘ ২৫ বছর বামেদের রাজত্বে রাজ্যে অনেকগুলো ডিগ্রি কলেজ হয়েছে। কিন্তু মহকুমাগুলোয় ডিগ্রি কলেজ গঠন করার ক্ষেত্রে কোনও প্রকার উদ্যোগ নেওয়া হয়নি। এখন রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহকুমাভিত্তিক ডিগ্রি কলেজ স্থাপনের জন্য রাজ্যে আরও ছয়টি নতুন ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|
|
|
|
|
|