Facebook Google Plus Twiter YouTube
  • home
  • রাজ্য
  • জেলা
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • কাজের সন্ধান
  • স্বাস্থ্য ও বিজ্ঞান
  • অর্থনীতি
  • সাহিত্য সংস্কৃতি
  • ই-পেপার
  • সিটিজেন জার্নালিজম
  • আর্কাইভ
  • যোগাযোগ
November 2017
 
বিশ্ব এইডস দিবস অনুষ্টানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৭দিন পর ফিরে এলেন অপহৃত ব্যাঙ্ক কর্মীরা তফশিলি জাতিভুক্ত মেধাবীদের পুরস্কার প্রদান অনুষ্টানে মন্ত্রী রতন ভৌমিক বিএসএনএল এর রক্তদান শিবিরে মন্ত্রী বাদল চৌধুরী বাড়ি বাড়ি প্রচার চলছে বিজেপির স্টেট গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন মুখ্য নির্বাচন কমিশনার ফের রেলের পাশে মিললো অজ্ঞাত পরিচয় মৃতদেহ মহিলা আইনি সচেতনতা শীর্ষক সেমিনারত্রিপুরা রেডক্রস সোসাইটি ও এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির সর্বশিক্ষা শিক্ষকদের সম্মেলন টাউন হলে সিটু আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন সিপিএম পলিটবুরু সদস্য মানিক সরকার ভারত বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি অ্যাওয়ার্ড অনুষ্টানে রাজ্যপাল সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশীষ সাহা ত্রিপুরা লিগ্যাল সার্ভিস সেল এর উদ্যোগে সেমিনার। উদ্বোধন করছেন বিচারপতি শুভাশিষ তলাপাত্র মান্দাই বিজেপিতে যোগ।  বরণ করে নিচ্ছেন দলের রাজ্য প্রভারি সুনীল দেওধর সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে সাংবাদিকদের মৌন মিছিল আগরতলায় সুদীপ হত্যাকাণ্ডে ধৃত আরো দুই TSR জওয়ান ধর্মেন্দ্র সিং ও অমিত দেববর্মা বঙ্গবন্ধুর ৭মার্চ ভাষণকে জাতিসংঘ কর্তৃক মেমরি অফ দ্যা ওয়ার্ল্ড স্বীকৃতিতে বাংলাদেশ হাই কমিশনার উদ্যোগে আনন্দ মিছিল ফ্রিডম অফ এক্সপ্রেশন শীর্ষক আলোচনাচক্র। উপস্থিত বিজেপি সভাপতি, রাজ্য প্রভারি। ছিলেন সম্বিৎ মহাপাত্র এডিআর ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে নির্বাচন সংক্রান্ত কর্মশালা মহাকরণের সামনে পিকেটিংরত বিজেপি সভাপতি ও প্রদেশ পর্যবেক্ষক সহ কর্মী সমর্থকরা বিজেপির বনমালিপুর মণ্ডলের উদ্যোগে সাংবাদিক হত্যার প্রতিবাদ বিজেপি কর্মীদের বাইক নিয়ে পিকেটিং টায়ার পুড়িয়ে বনধের পক্ষে প্রচার বিজেপি ও  যুব কংগ্রেসের ডাকা ত্রিপুরা বনধে অচল রাজধানী আগরতলা হৃদয়বিদারক দৃশ্য। স্বামীকে শেষবারের মত দেখতে গিয়ে সুদীপের স্ত্রী অজ্ঞান হয়ে যান আগরতলা প্রেস ক্লাবে সুদীপের মরদেহে পুষ্পার্ঘ দিচ্ছেন রাজনৈতিক নেতারা আদালতে পুলিশের ঘেরাটোপে কমান্ডেন্ট তপন দেববর্মা ও পিজি নন্দলাল রিয়াং মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনে সাংবাদিকের শবদেহ রেখে প্রতিবাদ পশ্চিম ও সিপাহীজলায উগ্রপন্থি হামলার প্রেক্ষিতে ব্যবস্থা করা জিবি হাসপাতালে সাংবাদিকের মৃতদেহকে কেন্দ্র করে সহকর্মীদের বিলাপ টিএসআরের গুলিতে নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃতদেহকে ঘিরে শোকাতুর আত্মীয় পরিজনরা রাজ্যের বিভিন্ন স্থানে চলছে ভিভিপ্যাড প্রদর্শনী মহারাজগঞ্জ বাজারে মাছের শেডের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার আড়ালিয়াতে রাজনৈতিক সংঘর্ষের জেরে মিছিল পাল্টা মিছিল কৃষি ঋণ মকুবের দাবিতে বামপন্থী কৃষক সংগঠনের সমাবেশ শ্রম কমিশনারের সাথে বৈঠকে চা শ্রমিক সংগঠনের কর্মকর্তারা বিজেপির বাইক ৱ্যালি আগরতলায় এসবিআইএর উদ্যোগে প্রবীণ কর্মীদের জন্য স্বাস্থ্য শিবির আইএমএ হাউসে গান্ধীঘাটে ইন্দিরার গান্ধীর সমাধিস্থলে কংগ্রেস নেতাদের পুষ্পার্ঘ্য অর্পণ ইন্দিরা গান্ধীর জন্মদিনে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন বক্সনগরে মোটর স্ট্যান্ড উদ্বোধনে সোনামুড়ায় মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলার দুর্গাবাড়িতে কাপ্তায়েনি পূজা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির সেলস ট্যাক্স বিভাগের উদ্যোগে রক্তদান শিবিরে মন্ত্রী ভানুলাল সাহা পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে প্রজ্ঞা ভবনে বৈঠক রাজ্য অতিথিশালায় বৈঠক সেরে বেরিয়ে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন মুখ্যমন্ত্রীর হাতে টিবি সিল তুলে দিচ্ছেন আধিকারিকরা সাংবাদিক সম্মেলনে বিধায়ক রতনলাল নাথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বচিটফান্ড ইস্যুতে গ্রেপ্তারি চেয়ে ৮-টাউন বড়দোয়ালি বিজেপি যুব মোর্চার মিছিল রাজ্যপালের কাছে দাবি জানিয়ে বেরিয়ে আসছেন বিজেপি সভাপতি বিপ্লব দেব ও পর্যবেক্ষক সুনীল দেওধর বিজেপির কোর কমিটির বৈঠক প্রদেশ কার্যালয়ে ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে সংবর্ধনা জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস ও ত্রিপুরা দর্পন সম্পাদক সমীরণ রায়কে বড়জলার বিধায়ক রামু দাসের বিরোধে রামনগর থানায় বিজেপির বিক্ষোভ জাতীয় প্রেস ডেনিহত জীবন দেবনাথের পরিবারের হাতে ১০লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন মন্ত্রী মানিক দেমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে টিএসআর চাকরি প্রত্যাশীদের ধর্ণা ৯ বনমালীপুর বিজেপি যুব মোর্চার উদ্যোগে পুর ওয়ার্ডে ডেপুটেশনবলদেব সংঘের উদ্যোগে আগরতলায় নগর সংকীর্তণ পরিক্রমাদ্বাদশ এশিয়ান সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমেত মহাদেশের অন্যান্য রাষ্ট্রনায়কদের সম্মিলন শিশু দিবসে উমাকান্ত ময়দানে কচিকাচাদের অনুষ্ঠানঅন্তিম অধিবেশনে ভাষণ রাখছেন মুখ্যমন্ত্রী মানিক সরকারবিজেপি বিধায়কের স্বীকৃতির দাবিতে অধ্যক্ষের সামনে বিক্ষোভ ছয় বিধায়কেরপুনর্বাসনের দাবিতে উদ্বাস্তুদের আন্দোলনে থমকে গিয়েছিল ভিআইপি রোডপুনর্বাসনের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের আমরণ অনশন আগরতলায়সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর সোমবার থেকে শুরু হলো বিধানসভার অধিবেশন যুব কংগ্রেসের সম্মেলন রবীন্দ্র ভবনে সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্মেলনের রিপোর্টিং রবীন্দ্রভবনে প্রাক্তন এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবার পথে সাংবাদিক সম্মেলনে  ত্রিপুরা সফররত বিজেপির সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে উপলক্ষে রবীন্দ্রভবনে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মানিক সরকার ৬- আগরতলায় বিজেপির পৃষ্টপ্রমুখদের নিয়ে মণ্ডল কমিটির বৈঠকে দলীয় নেতৃত্ব জিএসটি নিয়ে বিভ্রান্তি দূর করতে আগরতলায় ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা ডিলিট হাতে রাজ্যের গর্ব দীপা কর্মকার এনআইটির সমাবর্তন অনুষ্টানে সামিল কৃতি ছাত্র ছাত্রীদের একাংশ আইনজীবী সম্মেলনে বক্তব্য রাখছেন বিজেপি সংসদ মীনাক্ষী লেখি বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে বিজেপির সাংসদদের মাথায় বেল ভেঙে বিশ্বরেকর্ডধারীকে বিমানবন্দরে স্বাগত জানাচ্ছে সহকর্মীরা রেল থেকে উদ্ধার অবৈধ নেশাসামগ্রী কর্মীদের উপর হামলার খবর পেয়ে বিশালগড় ছুটে গেলেন বিজেপি সভাপতি বিপ্লব দেব বিধানসভায় অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের উপস্থিতিতে বিএসির বৈঠক দেবপ্রসাদ সেনগুপ্ত শতবর্ষ কমিটি আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ১২ দফা দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ। রাজপথে সিটু কলেজে ককবরক অনার্স চালুর দাবিতে এসএফআই -টিএসইউর মিছিল বিজেপি বিধায়ক হিসাবে নিজেদের দাবিপত্র ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের হাতে তুলে দিচ্ছেন ছয় বিধায়ক আগরতলায় কেন্দ্রীয় শ্রমিক শিক্ষা ও উন্নয়ন মন্ত্রকের উপ আঞ্চলিক অধিকর্তা কার্যালয়ের উদ্বোধন করছলন রাজ্যপাল দেশের প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে নারকীয় উল্লাস ! এই অপসংস্কৃতির অবসান কবে হবে ?নোটবন্দির বর্ষপূর্তিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় ত্রিপুরা বামফ্রন্ট সাংবাদিক সম্মেলনে আইপিএফটি নেতৃত্ব ৭ রামনগর পুর ওয়ার্ডে বিজেপির ডেপুটেশন নভেম্বর দিবসে উপস্থিত নেতৃবৃন্দ নভেম্বর দিবসে বক্তব্য রাখছেন পলিটব্যুরু সদস্য মানিক সরকার মহান নভেম্বর বিপ্লব দিবসের শতবর্ষ উদযাপনা রবীন্দ্র ভবন চৌমুহনীতে নভেম্বর দিবস উদযাপন অনুষ্টানে উপস্থিত সিপিএম কর্মী সমর্থকরা কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপির উদ্যোগে আগরতলায় বাইক মিছিল কেন্দ্রীয় মহিলা সাব কমিটির উদ্যোগে টাউন হলে সেমিনার-এ উপস্থিত শ্রোতাদের একাংশ কেন্দ্রীয় মহিলা সাব কমিটির উদ্যোগে টাউন হলে সেমিনার রাজ্য সরকারের ১০ দফা স্পষ্টীকরণ সম্পর্কে বক্তব্য রাখছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন অবশেষে ৪৫দিন পর খুমূলুঙ থেকে উদ্ধার হলো নিঁখোজ গাড়ির চালক জীবন দেবনাথের দেহ জীবন দেবনাথকে এখানেই হত্যা করে পুঁতে রাখা হয়েছে জেনে মাটি খোঁড়া হচ্ছে প্রশাসনের উদ্যোগে জীবন দেবনাথের দেহ উদ্ধারের সংবাদ সাংবাদিক সম্মেলনে জানাচ্ছেন পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি গুরু নানকের জন্মদিন উপলক্ষে আগরতলায় জৈন ধর্মাবলম্বীদের আরাধনা
 
 
Accessibility | Copyright | Disclaimer | Hyperlinking | Privacy | Terms and Conditions | Feedback | E-paper | Citizen Service
 
© aajkeronlinekagaj, Agartala 799 001, Tripura, INDIA.